শিরোনাম

বগুড়া, ২৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন ও সাহসী রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বগুড়ায় আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার বগুড়ার ঐতিহাসিক শহীদ খোকন পার্কে সকাল থেকে দুই দিনব্যাপী এ প্রদর্শনী শুরু হয়েছে। বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকার উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীটি আজ ও আগামীকাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীটির আজ বিকেল ৩টায় আনুষ্ঠানিক উদ্বোধনের কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই তা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বর্তমানে দর্শনার্থীরা প্রদর্শনীটি ঘুরে দেখছেন এবং বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন ঘোষণা করা হবে।
বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন।