বাসস
  ২৯ জানুয়ারি ২০২৬, ১২:৩৯

খুলনা-২, ৩ ও ৬ আসনে বিএনপি প্রার্থীদের গণসংযোগ শুরু

খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু গতকাল নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। ছবি : বাসস

খুলনা, ২৯ জানুয়ারি, ২০২৬ (বাসস): খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা), খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী) ও খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ শুরু করেছেন। গতকাল বুধবার (২৮ জানুয়ারি) দিনভর তারা স্ব-স্ব নির্বাচনি এলাকার ভোটারদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু গতকাল নগরীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী মার্কেট, দরবেশ চেম্বার, রব শপিং কমপ্লেক্স, ডাকবাংলা সুপার মার্কেট, রেলওয়ে মার্কেটসহ বিভিন্ন মার্কেটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। বাদ আসর ২১ নম্বর ওয়ার্ডের ভৈরব স্কুল মাঠে উঠান বৈঠক করেন। তিনি বিকেল সাড়ে ৩টায় ৩১ নম্বর ওয়ার্ডের হঠাৎ বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এসময় তিনি এলাকার ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ভোটের আবেদন জানান। 

নজরুল ইসলাম মঞ্জু বয়রা হাজী ফয়েজউদ্দিন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এদিন বাদ মাগরিব অনুষ্ঠিত পুরস্কার বিতরণী শেষে তিনি ১৬ নম্বর ওয়ার্ডের বয়রা কাচা বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। পরে নগরীর সাতরাস্তা মোড়স্থ বিএমএ ভবনে ডুমুরিয়া কল্যাণ সমিতি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আবুল কাশেম। 

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন গতকাল নগরীর খুলনা-২ ও খুলনা-৩ সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থীদের পক্ষে গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতা আঁকড়ে রাখতে দিনের ভোট রাতে করেছে। ‘আমি-ডামি’ ভোটের সংস্কৃতি চালু করেছে। কিন্তু দেশের মানুষ আর এমন পাতানো নির্বাচন চায় না। জনগণ চায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। যেখানে তারা নিজের ভোট নিজে দিয়ে তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। 

তিনি খুলনা-২ আসনের অন্তর্গত ৩১ নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন। পরে বিকাল ৪টায় খুলনা-৩ আসনের অন্তর্গত খালিশপুর থানার ৭ নং ওয়ার্ডে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন।

এসময় বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কে এম হুমায়ুন কবীর, মো. নাসির উদ্দিন,  মঈনুল ইসলাম কিরণ, কেএমএ জলিল, আফসার উদ্দিন, আমিন আহমেদ, হুমায়ুন কবীর, শহীদ খান, আসাদুজ্জামান, জিয়াউর রহমান জিয়া, আসলাম হোসেন, সাকাওয়াত হোসেন, রফিকুল ইসলাম, এস এম জাকির হোসেন, রিপন, মোঃ মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, এ্যাড. মোহাম্মদ আলী বাবু, সাঈদ হাসান লাভলু, কাজী আব্দুল লতিফ, লিটন খান, শেখ জাকির হোসেন, আবু সাদাত মোহাম্মদ সায়েম, মোহাম্মদ হেলাল ফরাজি রিয়াজ শাহেদ, মোঃ শামসুর রহমান,সাজ্জাদ হোসেন জিতু,  হৃদয় হাসমত, পাপিয়া পারুল, কামিনি বেগম, তারা বেগম,  শেখ ফারুক হোসেন, নুরুল হুদা পলাশ  সৈয়দ তানভীর আহমেদ প্রমুখ।

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী আজ বুধবার কয়রা উপজেলার বাগালী ও মহেশ্বরীপুর ইউনিয়নে একাধিক উঠান বৈঠকসহ দিনব্যাপী ধানের শীষ প্রতিকের গণসংযোগ করেন। 

এ সময় তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন্ন নির্বাচন। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা বিএনপি একটি জনসম্পৃক্ত ও জনপ্রিয় রাজনৈতিক দল। এদেশের সব সংকটে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজ তারেক রহমান রাষ্ট্র গঠনের পরিকল্পনা ঘোষণার মাধ্যমে দেশের উন্নয়ন, মানুষের জীবনমান উন্নয়ন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে একমাত্র বিএনপির পতাকা তলে আসার আহ্বান জানিয়েছেন। সে লক্ষ্য অর্জনে সব ভোটারকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশকে সামনে এগিয়ে নিতে সহযোগিতা করতে হবে।

তিনি আরো বলেন, আপনারা যদি আমাকে ভোটে জয়ী করে সংসদে পাঠান, আমি জাতীয় সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করার মাধ্যমে উপকূলীয় কয়রা-পাইকগাছার উন্নয়নের জন্য নিজেকে উৎসর্গ করবো। তাই আগামী ১২ ফেব্রুয়ারি আপনার গুরুত্বপূর্ণ আমানত ভোট দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ধানের শীষ মার্কায় প্রদান করবেন এই আশা করছি।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও কয়রা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. নূরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এম এ হাসান, জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান বেল্টু, আবু সাঈদ বিশ্বাস, উপজেলা কৃষক দলের আহ্বায়ক এস এম গোলাম রসুল, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ।