বাসস
  ২৯ জানুয়ারি ২০২৬, ১২:৩৫

মাগুরায় গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

বৃহস্পতিবার গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণে মাগুরায় ‘ইমাম সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

মাগুরা, ২৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণে মাগুরায় ‘ইমাম সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। 

ইসলামিক ফাউন্ডেশন মাগুরার উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যার মাধ্যমে জনগণ সরাসরি তাদের মতামত প্রকাশের সুযোগ পায়। তিনি বলেন, গণভোটকে অর্থবহ ও অংশগ্রহণমূলক করতে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। এ ক্ষেত্রে ইমাম ও আলেম সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

তিনি আরও বলেন, মসজিদভিত্তিক প্রচারের মাধ্যমে খুতবা ও বয়ানে গণভোটের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করা সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে মাগুরা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, গণভোটে অংশগ্রহণ করা প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার ও দায়িত্ব। আশা করি, ধর্মীয় নেতৃবৃন্দের সক্রিয় অংশগ্রহণে জনগণের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হবে এবং শান্তিপূর্ণভাবে গণভোট অনুষ্ঠিত হবে।

আরেক বিশেষ অতিথি মাগুরা সিভিল সার্জন মো. শামীম কবীর বলেন, ধর্মীয় মূল্যবোধের সঙ্গে গণতান্ত্রিক চেতনার সমন্বয় ঘটিয়ে সমাজে স্থিতিশীলতা ও শৃঙ্খলা বজায় রাখা সম্ভব। ইমাম সমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করলে গণভোট নিয়ে যেকোনো বিভ্রান্তি দূর হবে।

বিশেষ আলোচকের বক্তব্যে মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মো. হাবিবুর রহমান বলেন, ইসলাম শান্তি, ন্যায় ও দায়িত্বশীলতার শিক্ষা দেয়। গণভোটে অংশগ্রহণ করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করাও নাগরিকদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। 

তিনি বলেন, ইমাম ও খতিবরা মসজিদের খুতবা ও বয়ানের মাধ্যমে মানুষকে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করবেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সচেতনতা সৃষ্টি করবেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন মাগুরার উপপরিচালক মুহাম্মদ মজিব উল্লাহ ফরহাদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ইমাম ও খতিবরা সমাজের নৈতিক নেতৃত্ব প্রদান করেন এবং তাদের মাধ্যমেই ঘরে ঘরে গণভোটের বার্তা পৌঁছে দেওয়া সম্ভব।

সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় ৭৫০ জন ইমাম, খতিব ও আলেম-ওলামাগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে গণভোটের সফলতা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।