বাসস
  ২৮ জানুয়ারি ২০২৬, ২২:২৮

পরিবেশ মন্ত্রণালয় ও এসডোর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ঢাকা, ২৮ জানুয়ারী ২০২৬ (বাসস): পরিবেশ মন্ত্রণালয় ও এসডোর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি জানানো হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এসডোর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আজ বুধবার দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এবং এসডোর সভাপতি ও সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদসহ প্রতিষ্ঠান দুটির প্রধান ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং এসডো পারস্পরিক নীতি ও কারিগরি সহায়তা, আন্তর্জাতিক সম্পৃক্ততা, গবেষণা ও জ্ঞান বিনিময় ও সক্ষমতা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।