বাসস
  ২৮ জানুয়ারি ২০২৬, ২২:১৩

সেন্টমার্টিনে প্রশাসনের যৌথ অভিযান : এক রিসোর্টকে জরিমানা, পাথর-সিমেন্ট জব্দ 

বুধবার কক্সবাজার জেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করে। ছবি: বাসস

কক্সবাজার, ২৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সেন্টমার্টিন দ্বীপে পরিবেশবিরোধী কার্যক্রম পরিচালনার অভিযোগে নির্মাণাধীন একটি রিসোর্টকে ২০ হাজার জরিমানার করা হয়েছে। এছাড়াও রিসোর্ট থেকে জব্দ করা হয়েছে ৫৫ বস্তা প্রাকৃতিক পাথর ও ১০ বস্তা সিমেন্ট। 

আজ বুধবার বিকেলে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, পুলিশ, যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজু বিন আফনান। 

এসময় প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল লতিফ জনি। 

আব্দুল লতিফ জনি বলেন, পরিবেশ আইন ভঙ্গ করে সমুদ্র এলাকা থেকে উত্তোলিত প্রাকৃতিক পাথর ব্যবহার করে ইসিএ ভুক্ত এলাকায় নির্মাণ কাজ পরিচালনা করায় একটি রিসোর্ট কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। এছাড়া ৫৫ বস্তা প্রাকৃতিক পাথর ও ১০ বস্তা সিমেন্ট জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যের জিম্মায় দেয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজু বিন আফনান বলেন, দেশের একমাত্র প্রবাল দ্বীপ হলো সেন্টমার্টিন। এই দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও বাস্তুসংস্থান সুরক্ষা এবং এসব বিষয়ের মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখার লক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এই উদ্দেশ্যে আমরা সরেজমিনে এসে কার্যক্রম পরিচালনা করছি।

তিনি আরও বলেন, সেন্টমার্টিনসহ কক্সবাজারকে একটি পরিবেশবান্ধব, টেকসই এবং ইকোলজিক্যালি সংবেদনশীল এলাকা হিসেবে সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে এই কার্যক্রম চলমান থাকবে।