শিরোনাম

রাঙ্গামাটি,২৬ জানুয়ারি, ২০২৬(বাসস) : রাঙ্গামাটি ২৯৯ নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ানের পক্ষে জেলার জুরাছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় আজ লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল থেকে উপজেলার বনযোগীছড়া বাজার থেকে এই গনসংযোগ, লিফলেট বিতরণ পথসভায় প্রধান অতিথি ছিলেন দীপেন দেওয়ান।
জুরাছড়ি উপজেলা বিএনপির সভাপতি অনিল বরন চাকমা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদন বিকাশ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ উপজাতি বিষয়ক সম্পাদক কর্ণেল(অব.) মনীষ দেওয়ান,জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, মৈত্রী চাকমা সহ বিএনপির জেলা উপজেলার বিভিন্ন অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
পথ সভায় দীপেন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের আর্তসামাজিক উন্নয়নসহ সকলের কল্যাণে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিন এবং বিএনপির হাতকে শক্তিশালী করুন।
তিনি বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে তারেক রহমানের নেতৃত্বে সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলবো । এজন্য তিনি আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।