শিরোনাম

খাগড়াছড়ি, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : খাগড়াছড়ির রামগড়ে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রামগড় ৪৩ ব্যাটালিয়নের উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।
আজ সকালে উপজেলা রামগড়ে ও পাতাছড়া ইউনিয়েনে এই মানবিক কার্যক্রম পরিচালনা করে রামগড় ব্যাটালিয়ন। এ সময় রামগড় ইউনিয়নের বনবিহার এলাকায় বসবাসরত অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালি জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
একই সঙ্গে পাতাছড়া ইউনিয়নে শিক্ষা সহায়তার অংশ হিসেবে নাকাপা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে একটি কম্পিউটার ও বিভিন্ন শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।
বিজিবি রামগড় ৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম এসব সামগ্রী হস্তান্তর করেন। এছাড়া বিজিবি রামগড় জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন অতসী দেবনাথ বিনতি দুর্গম এলাকার অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালি জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
অনুষ্টানে রামগড় জোনের মেডিক্যাল অফিসার ও সহকারী পরিচালক উপস্থিত ছিলেন।
রামগড় ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।