শিরোনাম

দিনাজপুর, ২৬ জানুয়ারি, ২০২৬(বাসস) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন,এই ৬- আসনের ৪'টি উপজেলার জনগণ ও ভোটাররা বিগত সময়ে দেশের উন্নয়নের ধারা-বাহিকতায় অনেক পিছিয়ে রয়েছে।
তিনি বলেন, এই এলাকার মানুষ সকল পর্যায়ের উন্নয়নের ক্ষেত্রে বঞ্চিত হয়েছে। তার দল বিএনপি আগামীতে জনগণের ভোটে সরকার গঠনে দেশ পরিচালনার দায়িত্ব আসলে, বিগত দিনে বঞ্চিত হওয়া এই অবহেলিত এলাকার জনগণের উন্নয়নে কাজ করবেন। তার দলের পক্ষ থেকে সকল ক্ষেত্রে, উনয়ন মুলক কাজকর্মে অগ্রধিকার দেওয়া হবে বলে আশ্বস্ত করেন।
তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও তার সহধর্মিনী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়া, তাদের জীব মানে দেশের মানুষের কল্যাণে অগ্রধিকার দিয়ে উন্নয়ন মূলক কাজ করেছেন। কিন্তু সমস্যা একটাই, দীর্ঘদিন থেকে এই এলাকায় বিএনপি'র কোন নির্বাচিত সংসদ সদস্য ছিল না। ফলে দিনাজপুর-৬ আসনের ৪'টি উপজেলার জনসাধারণ দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতা থেকে বঞ্চিত হয়েছে।
এই এলাকার অনেক ইতিহাস ঐতিহ্য তত্ত্বাবধানের অভাবে বিলীন হয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে। তিনি ভোটার ও জনগণের উদ্দেশ্যে বলেন, আমার দল ও আমাকে ধানের শীষে ভোট দিয়ে সুযোগ দেন, আমি এসব বিষয় নিয়ে কাজ করতে চাই।
গতকাল রোববার রাত ১০ টায় জেলার নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত সভায় ডা. এজেডএম জাহিদ হোসেন তার বক্তব্যে এসব কথা বলেন।
নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত নির্বাচনের সভায় তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে এলাকার সমস্যা গুলো চিহ্নিত করে সমাধানের উদ্দেশ্যে বক্তব্যে রাখেন। দিনাজপুর- ৬ আসনের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ ভাবে সকেলর সহযোগিতায় কাজ করার আহ্বান জানান।
এ সময় সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।