শিরোনাম

রাজশাহী, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের ২৯ তারিখের নির্বাচনী জনসভা উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাত সাড়ে ১০ টার দিকে নগরীর সাহেব বাজারে অবস্থিত কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক মেয়র রাজশাহী-২ আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনু। এ সময়ে আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি এডভোকেট ওয়ালিউল হক রানা, সহ-সভাপতি জয়নুল আবেদিন শিবলি, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, যুগ্ম সম্পাদক বজলুল হক মন্টু, রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রবিউল ইসলাম রবি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি ও বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আশা প্রকাশ করে বলেন, তারেক রহমানের আগমন রাজশাহীর রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে। এ আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে কর্মসূচি বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তারেক রহমান নেতৃত্ব দিয়ে আসছেন। তার আগমন উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করবে এবং জনসমাগম সফল করতে প্রতিটি ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে প্রস্তুতি জোরদার করা হবে।
সভায় নিরাপত্তা, শৃঙ্খলা, মিছিল, জনসভা ও প্রচারসংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই সভায় রাজশাহী মহানগর বিএনপির বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন।