শিরোনাম

নারায়ণগঞ্জ, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে মাদক ও দুর্নীতির লাগাম টেনে ধরা হবে।
নারায়ণগঞ্জের কাঁচপুরে রোববার দিবাগত মধ্যরাতে নির্বাচনী জনসভায় দেয়া বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, জনগণের ভোটের অধিকারের পাহাড়া জনগণকে দিতে হবে। ভোটের দিন এ সমাবেশের মতো উপস্থিত থেকে ভোট কেন্দ্রে যেতে হবে। ফজরের নামাজ ভোট কেন্দ্রের সামনে পড়ে, ভোটের লাইনে দাঁড়িয়ে যাবেন। বিগত ১৫, ১৬ বছর ডামি নির্বাচন হয়েছে। এখন আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে ১২ তারিখ নিজের ভোটাধিকার প্রয়োগ করে অধিকার বুঝে নিতে হবে। আপনারা পাশে থাকলেই আমরা সফল হতে পারবো।
বিএনপির চেয়ারম্যান আরও বলেন, বিগত পনেরো ষোল বছর ধরে নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক খারাপ ছিল। সাধারণ মানুষ সহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিরাপদ ছিলনা। এ বিষয়ে আমরা কঠোর হবো। সন্ত্রাসীরা যে দলের হোক না কেন, দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা আছে, যা দুর্নীতি ও মাদক। এগুলো নির্মূল করার জন্য ব্যবস্থা নিবো। নারায়ণগঞ্জ শহরে বিশটা স্পট আছে, যেখানে মাদক ব্যবসা হয়। এগুলো নিয়ন্ত্রণে আমরা ব্যবস্থা নিবো। দুর্নীতির লাগাম টেনে ধরব।
তিনি বলেন, আসন্ন নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার ক্ষেত্রে নারীদের বিশেষ অবদান রাখতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় খেটে খাওয়া মানুষদের সন্তানদের জন্য বিশেষ করে মেয়ে সন্তানদের জন্য ফ্রিতে লেখাপড়ার ব্যবস্থা করেছিলেন। দেশনেত্রী খালেদা জিয়ার সে পরিকল্পনার কারণে লক্ষ লক্ষ মা বোনেরা শিক্ষার আলো পেয়েছে। আমরা এখন একটি পরিকল্পনা করেছি, যেটার নাম, ফ্যামিলি কার্ড। গ্রাম থেকে শহরের খেটে খাওয়া মানুষদের পরিবারের নারী ও গৃহিনীদের হাতে ফ্যামিলি কার্ড দিতে চাই।
তিনি বলেন, কার্ডের মাধ্যমে প্রতি মাসে সাত থেকে ১০ দিনের সহায়তা দেব। নগদ অর্থ বা খাদ্য সহায়তা দেয়া হবে। যেই মেয়েরা গত পঁচিশ বছর ধরে শিক্ষার আলো পেয়েছে, এখন তাদের আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই। কারণ দেশের অর্ধেক জনসংখ্যা যেখানে নারী, নারীদেরকে পিছিয়ে রেখে আমরা যতই উন্নয়ন করি না কেন, কোনভাবে সফল হওয়া যাবে না। দেশের কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড পৌঁছে দিতে চাই। এটার মাধ্যমে তাদের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হবে।
বিএনপির চেয়ারম্যান বলেন, তরুণদের প্রশিক্ষণ ও ভাষা শিক্ষার মাধ্যমে তাদের দেশে ও দেশের বাহিরে কর্মসংস্থান সৃষ্টি করব। সারাদেশের মসজিদ ও মাদরাসার ইমাম খতিবদের সম্মানী ও প্রশিক্ষণ দিবো, যেন তাদের হালাল আয় আরো বৃদ্ধি পায়। এছাড়াও জলাবদ্ধতা সমস্যা নিরসন ও নদী-নালা রক্ষায় নারায়ণগঞ্জ সহ সারাদেশে খাল কাটা কর্মসূচি শুরু করব।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীবের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ ৪ আসনের প্রার্থী মনির কাসেমী, নারায়ণগঞ্জ ৫ আসনের প্রার্থী আবুল কালাম।