বাসস
  ২৬ জানুয়ারি ২০২৬, ১১:২৭

সাতক্ষীরায় বিজিবির অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও মাদক জব্দ

গতকাল রোববার শ্যামনগর উপজেলার ১৭ বিজিবি নীলডুমুর ব্যাটালিয়নের কৈখালী ও উত্তর কৈখালী বিওপি সংলগ্ন স্লুইচ গেইট এলাকা থেকে বিজিবির অভিযানে পিস্তল, গোলাবারুদ ও মাদক জব্দ করা হয়েছে। ছবি: বাসস

সাতক্ষীরা, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সাতক্ষীরার বিজিবির অভিযানে পিস্তল, গোলাবারুদ ও মাদক জব্দ করা হয়েছে। 

গতকাল রোববার শ্যামনগর উপজেলার ১৭ বিজিবি নীলডুমুর ব্যাটালিয়নের কৈখালী ও উত্তর কৈখালী বিওপি সংলগ্ন স্লুইচ গেইট এলাকা থেকে এসব অস্ত্র ও মাদক জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে চলমান পরিস্থিতি উত্তপ্ত করার লক্ষে চোরাকারবারীরা অবৈধভাবে সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদকের চালান নিয়ে আসছে এমন সংবাদ পাওয়অ যায়। এ ভিত্তিতে ১৭ বিজিবি এবং আরবিজির যৌথভাবে কৈখালী ও উত্তর কৈখালী বিওপি সংলগ্ন স্লুইচ গেইট এলাকায় অভিযান পরিচালনা করে। 

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। পরে বিজিবি সদস্যরা তাদের ফেলে যাওয়া মালিকবিহীন অবস্থায় একটি ভারতীয় পিস্তল, ৬ রাউন্ড গুলি, নেশা জাতীয় উইনসিরিক্স সিরাপ ও সাড়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। 

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ১২ লাখ টাকা। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য নিকটস্থ থানায় জমা দেয়া হয়েছে।

নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব বিষয়টি নিশ্চিত করেছেন।