বাসস
  ২৬ জানুয়ারি ২০২৬, ১১:২৫

মুন্সীগঞ্জে মাদক, ধারালো অস্ত্রসহ আটক ৪

মুন্সীগঞ্জ, ২৬ জানুয়ারি, ২০২৬ ( বাসস ) : আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃথক দুটি অভিযানে মাদক ও ধারালো অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, শ্রীনগর উপজেলার মধ্য কামারগাঁও এলাকার সেলিম মোল্লার পুত্র সাগর মোল্লা (২২) , মো. শফিকুর ইসলামের পুত্র মো. সানজিদ হোসেন (২৩) এবং আ. মান্নান হোসেনের পুত্র মো. রতন হোসেন (২২) এবং লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের পাইকারা এলাকার মো. রিয়াজ উদ্দিনের পুত্র মো. সুমন হোসেন (৪০)।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রোববার রাতে যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের পাইকারা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক কারবারি মো. সুমন হোসেনকে ৮১ পিস ইয়াবা, ১০টি দেশীয় অস্ত্র, ১টি মোবাইল এবং নগদ টাকাসহ গ্রেফতার করে। 

শ্রীনগর থানা পুলিশের অন্য এক অভিযানে উত্তর কামারগাঁও এলাকা হতে ৫২ পিস ইয়াবা এবং দেশীয় ধারালো অস্ত্রসহ সাগর মোল্লা, মো. সানজিদ হোসেন এবং মো. রতন হোসেনকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লৌহজং এবং শ্রীনগর থানায় মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।