বাসস
  ২৫ জানুয়ারি ২০২৬, ১৮:০০

নাটোরে গণভোটের প্রচারণায় ইমাম সম্মেলন

রোববার বেলা ১১টায় নাটোর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন। ছবি : বাসস

নাটোর, ২৫ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ গণভোটের প্রচারণা ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার বেলা ১১টায় নাটোর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন। 

ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মদ ইমামুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাটোরের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। 

স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা মো. আবদুল আওয়াল। আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত এবং ইসলামিক ফাউন্ডেশনের নাটোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. রিয়াজুল ইসলাম।

সম্মেলনে জানানো হয়, সাধারণ মানুষের মধ্যে গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের মাধ্যমে ৫০ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে। গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে জেলার প্রায় সাড়ে তিনহাজার মসজিদ থেকে এসব লিফলেট জনগনের মধ্যে বিতরণ করা হয়েছে। এছাড়া শুক্রবারে জুমা নামাজের খুতবায় নির্বাচন ও গণভোটের বিষয় মুসল্লিদের অবহিত করা হয়েছে।

নাটোর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এ সম্মেলনে জেলার পাঁচ শতাধিক ইমাম অংশগ্রহন করেন।