বাসস
  ২৫ জানুয়ারি ২০২৬, ১৬:৪৪

দিনাজপুরে প্রিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ কর্মশালা

জেলার নাবাবগঞ্জ উপজেলায় আজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে প্রিজাইডিং অফিসারদের ব্রিফিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

দিনাজপুর, ২৫ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার নাবাবগঞ্জ উপজেলায় আজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে প্রিজাইডিং অফিসারদের ব্রিফিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার জেলা নির্বাচন কার্যালয় আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা।

রোববার সকাল ১০ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত চলা এ প্রশিক্ষণ কর্মশালায় ৯০ জন প্রিজাইডিং অফিসার অংশগ্রহন করেন। 

কর্মশালায় এদিন দুপুর ২ টায় ব্রিফিং ও প্রশিক্ষণ কর্মশালায় নবাবগঞ্জ উপজেলায় ভোটগ্রহণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা।

পুলিশ সুপার বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের সকল নির্দেশনা ও আইন কঠোর ভাবে অনুসরণ করার আহ্বান জানান।

তিনি বলেন, দায়িত্বে নিয়োজিত প্রত্যেক কর্মকর্তাকে ভোটগ্রহণ চলাকালীন নিরপেক্ষতা বজায় রাখা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, যে কোন ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা ও অবৈধ প্রভাব প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। উদ্ভুত যেকোন পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে আইনানুগ সিদ্ধান্ত গ্রহণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। 

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. আফতাবুজামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়াজেদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।