শিরোনাম

কুড়িগ্রাম, ২৫ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে কুড়িগ্রাম পৌর টাউন হলে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন কুড়িগ্রামের উদ্যোগেএ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে জেলার নয়টি উপজেলা থেকে আগত প্রায় সহস্রাধিক ইমাম, পেশ ইমাম ও খতিব অংশগ্রহণ করেন।
কুড়িগ্রাম সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় এবং জেলায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ।
বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, বিজিবি’র কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মো. ইনজামামুল আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী ফিরুজুল ইসলাম এবং আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট এস. এম. সাখাওয়াৎ হোসাইন।
এছাড়াও জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, জেলা তথ্য অফিসার শাহজাহান আলীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
ইমাম সম্মেলনে বক্তারা বলেন, সমাজে ধর্মীয় নেতৃবৃন্দের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমাম ও খতিবগণ মানুষের মধ্যে নৈতিকতা ও দায়িত্ববোধের বার্তা ছড়িয়ে দেন। তাদের মাধ্যমে গণভোটের গুরুত্ব, সঠিক তথ্য এবং ভোটারদের দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা সম্ভব।
তারা আরও বলেন, ইমাম ও খতিবদের সক্রিয় সহযোগিতা পেলে ভোটার উপস্থিতি বৃদ্ধি পাবে এবং একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও শান্তিপূর্ণ গণভোট আয়োজন নিশ্চিত করা যাবে।