শিরোনাম

ঢাকা, ২৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মনোবিজ্ঞান বিভাগের ইউজিসি’র হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (এইচইএটি) সাব-প্রজেক্টের আয়োজনে ‘কগনেটিভ বিহেভিয়ার থেরাপি’— শীর্ষক দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার মনোবিজ্ঞান বিভাগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সমাজ ব্যবস্থা নানা অনিশ্চয়তা ও অস্থিরতার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। চাওয়া-পাওয়ার ব্যবধান ও প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়ানোর চ্যালেঞ্জ ও প্রজন্মগত ব্যবধান—এই রূপান্তরকালীন সময়ে মানুষের মানসিক স্থিতি বজায় রাখতে মনোবিজ্ঞানের এ ধরনের কার্যক্রমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা একাডেমিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞান পদ্ধতিগতভাবে অর্জনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতে পারবে, যা তাদের ব্যক্তি জীবন ও পেশাগত জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারজানা আহমেদ এবং সহকারী অধ্যাপক বিজন বাড়ৈ।
মনোবিজ্ঞান বিভাগের হিট সাব-প্রজেক্ট ম্যানেজার (এসপিএম) ও বিভাগের অধ্যাপক ড. অশোক কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন।
এছাড়াও অনুষ্ঠানে সদস্য হিসেবে উপস্থিত ছিলেন— অধ্যাপক ড. নূর মোহাম্মাদ, অধ্যাপক ড. মুহাম্মদ আকরাম উজ্জামান ও মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফাতেমা-তু-জোহরা বিনতে জামান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. ফারজানা আহমেদ।