বাসস
  ২৫ জানুয়ারি ২০২৬, ১৫:২৪

খুলনায় ২ অপরাধী আটক

খুলনা পুলিশ গত ২৪ ঘন্টার মধ্যে শহরের বিভিন্ন স্থান থেকে মোঃ শামীম, ওরফে টুন্ডা শামীম (৩৫) এবং আবির হাসান, ওরফে আবুজার (২৭) নামে দুইজন ওয়ান্টেড অপরাধীকে গ্রেপ্তার করেছে। ছবি: বাসস

খুলনা, ২৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : শহরের বিভিন্ন এলাকা থেকে পুলিশ গত ২৪ ঘন্টায় দুই তালিকাভুক্ত অপরাধীকে গ্রেফতার করেছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখা ও সোনাডাঙ্গা থানার একটি যৌথ দল গত রাতে খুলনা রেলস্টেশন এলাকা থেকে শীর্ষ অপরাধী মো. শামীম ওরফে টুন্ডা শামীম (৩৫) কে গ্রেফতার করে। 

এ সময় সে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার চেষ্টা করছিল।

আজ রোববার কেএমপি (মিডিয়া) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগসহ কমপক্ষে ছয়টি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, আজ সকালে পুলিশ পৃথক একটি অভিযান চালিয়ে শহরের পূর্ববানিয়াখামার লোহারগেট এলাকা থেকে আবির হাসান ওরফে আবুজার (২৭) কে গ্রেফতার করেছে।

বাবু ওরফে গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী আবির মাদক, চাঁদাবাজি ও অপহরণসহ ১০টি মামলার আসামি।