শিরোনাম

চট্টগ্রাম, ২৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের পূর্বে দেওয়া প্রতিশ্রুতি আন্তরিকতার সঙ্গে বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন, সবার অংশগ্রহণে তিনি একটি ‘স্বপ্নের বাংলাদেশ’ গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবেন।
চট্টগ্রামে তার দ্বিতীয় ধাপের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ রোববার (২৫ জানুয়ারি) সকালে নগরীর হোটেল রেডিসন ব্লু’র কনফারেন্স হলে আয়োজিত রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামে তরুণদের সঙ্গে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’-এ অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সকাল ১০টা ৮ মিনিটে শুরু হয়ে ১১টা ৯ মিনিট পর্যন্ত চলা নির্ধারিত প্রশ্নোত্তর পর্বটি প্রাণবন্ত ও ইন্টারঅ্যাকটিভ আলোচনায় রূপ নেয়।
এতে সরকারি ও বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন শাখার প্রায় ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষা সংস্কার থেকে শুরু করে হয়রানি ছাড়া সরকারি সেবা সহজীকরণ- বিভিন্ন বিষয়ে তারা খোলামেলা মতামত ও প্রশ্ন উত্থাপন করেন। এক প্রশ্নকারী বিদেশ থেকে ফিরে কত দ্রুত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেয়েছেন, সেই অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।
তারেক রহমান মঞ্চে উপস্থিত হলে অংশগ্রহণকারীরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে স্বাগত জানান। তার উত্তরগুলোতেও বারবার হাসি ও করতালিতে মুখর হয়ে ওঠে সভাকক্ষ।
সমাপনী বক্তব্যে বিএনপি প্রধান তারেক রহমান বলেন, ‘হতাশ হবেন না, কখনো আশা ছাড়বেন না। আপনাদের মতো বিপুলসংখ্যক মেধাবী তরুণদের অংশগ্রহণেই আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারব।’
প্রশ্নোত্তর পর্ব শুরুর আগে তারেক রহমান বলেন, বিগত কয়েক বছরে দেশে একটি অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছিল। তবে তরুণ সমাজসহ সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ২০২৪ সালের ৫ আগস্ট একটি পরিবর্তন সূচিত হয়েছে।
তিনি বলেন, ‘এই পরিবর্তনের পেছনের মূল স্বপ্নকে অর্থবহ করে তুলতে আমাদের সবাইকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। দেশের জনসংখ্যাগত কাঠামোতে তরুণদের আধিপত্য রয়েছে। এই বাস্তবতা মাথায় রেখেই আগামী ১৫ থেকে ২০ বছরের জন্য বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে বিএনপি একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে।’
পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে দলের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল খনন এবং ৫০ কোটি গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বায়ুদূষণ কমাতে ধাপে ধাপে পুরোনো ও জরাজীর্ণ যানবাহন প্রত্যাহার করা হবে।
তিনি বলেন, ‘খাল খনন শুধু জলাবদ্ধতা ও স্থায়ী বন্যা কমাতেই সহায়ক হবে না, কৃষি ও গৃহস্থালি ব্যবহারের জন্য বিকল্প পানির উৎসও তৈরি করবে।’
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি ক্ষমতায় গেলে রক্ষা করা হবে কি না- এমন এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সমর্থন হারানোর ঝুঁকি তিনি কেন নেবেন।
তিনি বলেন, ‘আমি অবশ্যই আমার প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করব। নির্বাচনী অঙ্গীকার পালন না করলে আমার লাভটাই বা কী?’
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, সব জাতি, ধর্ম, গোষ্ঠী- পাহাড়ি ও সমতলের মানুষ একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।
তিনি বলেন, ‘তাহলে এখন কেন ধর্ম, জাত, বর্ণ, উপজাতি কিংবা পাহাড়ি-সমতলের প্রশ্ন তোলা হচ্ছে? আমরা দেশের সব নাগরিককে সমানভাবে দেখব। সবাই সমান সুযোগ পাবে এবং সবকিছুই বিবেচিত হবে মেধার ভিত্তিতে, কোনো বিশেষ পরিচয়ের ভিত্তিতে নয়।’
উপজাতিদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে বিএনপির অবস্থান সম্পর্কে এক নৃগোষ্ঠীর ছাত্রীর প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘আপনারা কি বাংলাদেশি নন? অবশ্যই আপনারাও রাষ্ট্র থেকে সমান অধিকার ও মর্যাদা পাবেন।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, চাঁদাবাজি, জননিরাপত্তা ও অপরাধমূলক কর্মকাণ্ড সরাসরি আইনশৃঙ্খলার সঙ্গে সম্পৃক্ত। ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে এবং পেশাদার অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ও কঠোর নির্দেশনা থাকা জরুরি।’
প্রবাসী কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, প্রতিবছর বিদেশে যাওয়া ১০ লাখ মানুষের মধ্যে ৭ লাখই অদক্ষ। এ অবস্থা পরিবর্তনে সারা দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনর্গঠন ও আধুনিকায়ন করা হবে। বিদেশে চাকরি ও শিক্ষার জন্য যাদের আর্থিক সামর্থ্য নেই, তাদের জন্য সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে।
স্বাস্থ্যখাত প্রসঙ্গে তারেক রহমান জানান, রোগের চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে গ্রামীণ এলাকায় এক লাখ প্রাথমিক প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, ‘এতে সরকারি হাসপাতালগুলোর ওপর রোগীর চাপ কমবে এবং মানুষ চিকিৎসার ঝামেলায় না পড়ে রোগ প্রতিরোধে অভ্যস্ত হবে।’
শিক্ষার গুণগত মান উন্নয়নের বিষয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ধাপে ধাপে ডিজিটালাইজেশনের মাধ্যমে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে অনলাইন নেটওয়ার্কের আওতায় আনা হবে। পাশাপাশি পাঠ্যক্রম পুনর্গঠন করে শিল্প, সংস্কৃতি ও বিদেশি ভাষাসহ বহুমাত্রিক দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের প্রস্তুত করা হবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে শিক্ষা সম্প্রসারণে নেওয়া উদ্যোগগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে শ্রেণিকক্ষে সমন্বিত অনলাইন অডিও সিস্টেম চালু করা হবে এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ট্যাব সরবরাহ করা হবে।
অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, ‘অর্থনীতির একটি স্বাভাবিক প্রবাহ রয়েছে। হঠাৎ করে কঠোর ব্যবস্থা নিলে তা উল্টো ফল দিতে পারে। তবে যারা বাজারে কারসাজি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”