বাসস
  ২৪ জানুয়ারি ২০২৬, ২০:৫৪

শিক্ষাপ্রতিষ্ঠান জরিপের তথ্য যাচাইয়ে মাঠে নামছে ব্যানবেইস

ঢাকা, ২৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বার্ষিক শিক্ষাপ্রতিষ্ঠান জরিপ ২০২৫-এর আওতায় সংগৃহীত তথ্যের সঠিকতা ও গুণগত মান নিশ্চিত করতে জরিপোত্তর যাচাই জরিপ (পিইসি) শুরু করতে যাচ্ছে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)।

এ লক্ষ্যে দেশের ৬৪ জেলা থেকে দৈবচয়নের মাধ্যমে ৬৪টি উপজেলা বা থানার মোট ৯৬০টি নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানের জরিপোত্তর যাচাই কার্যক্রম আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে। এই তথ্য সংগ্রহের কাজ চলবে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

ব্যানবেইস-এর পরিসংখ্যান চিফ ড. মো. নাসির উদ্দিন বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বার্ষিক শিক্ষাপ্রতিষ্ঠান জরিপ ২০২৫-এর আওতায় প্রতি বছরের ন্যায় এবারও দেশের স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জরিপ কার্যক্রম অনলাইনে পরিচালিত হয়েছে। গত বছরের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে এ কার্যক্রম পরিচালিত হয়। 

তিনি বলেন, এতে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা তথ্যের সঠিকতা ও গুণগত মান নিশ্চিত করতে মাঠ পর্যায়ে নির্বাচিত কিছু স্কুল, কলেজ ও মাদ্রাসায় সরেজমিন যাচাই করার প্রয়োজনীয়তা তৈরি হয়।

পরিসংখ্যান চিফ ড. মো. নাসির উদ্দিন বলেন, ইতোমধ্যে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ১৯ জানুয়ারি ব্যানবেইস থেকে এ সংক্রান্ত একটি চিঠি শিক্ষার মাঠ প্রশাসনে পাঠানো হয়েছে। ব্যানবেইস-এর পরিচালক (পরিসংখ্যান) প্রফেসর মো. গোলাম ফিরোজ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ব্যানবেইস কর্তৃক পরিচালিত বার্ষিক শিক্ষাপ্রতিষ্ঠান জরিপ ২০২৫-এর আওতায় প্রাথমিকোত্তর স্তরের সকল শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন এই তথ্যের নির্ভুলতা যাচাইয়ের জন্য দৈবচয়নের ভিত্তিতে দেশের ৬৪টি জেলা থেকে ৬৪টি উপজেলা বা থানা নির্বাচন করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, নির্বাচিত প্রতিটি উপজেলা থেকে ১৫টি করে মোট ৯৬০টি শিক্ষাপ্রতিষ্ঠান এই যাচাই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত থাকবে। এর মধ্যে রয়েছে ৮টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি স্কুল অ্যান্ড কলেজ, ৪টি মাদ্রাসা, ১টি কলেজ এবং ১টি কারিগরি ও ভোকেশনাল প্রতিষ্ঠান।

নিয়োগকৃত তথ্যসংগ্রহকারীরা নির্ধারিত সময়ের মধ্যে সশরীরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উপস্থিত হয়ে প্রয়োজনীয় তথ্য, রেজিস্টার ও রেকর্ড যাচাই করবেন।

ব্যানবেইস কর্তৃপক্ষ এই যাচাই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের সার্বিক সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছে। একইসঙ্গে জরিপ ফরমের শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট বর্ণিত ও চাহিত তথ্য প্রদান এবং তথ্য সংগ্রহকারীকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।

একটি গুণগত মানসম্পন্ন ও নির্ভুল পরিসংখ্যানিক প্রতিবেদন প্রস্তুতের লক্ষ্যেই এই জরিপোত্তর যাচাই জরিপ পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে ব্যানবেইস।