বাসস
  ২৪ জানুয়ারি ২০২৬, ২০:৩৮

বিএনপি গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে : মির্জা ফখরুল 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের জাঠিভাঙ্গায় নির্বাচনী জনসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন। ছবি: বাসস

ঠাকুরগাঁও, ২৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব এবং ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাধারণ নির্বাচনের পাশাপাশি ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে গণভোট, যেখানে বিএনপি হ্যাঁ ভোটের পক্ষে।  

তিনি বলেন, ‘৩১ দফা কর্মসূচির মাধ্যমে বিএনপি বরাবরই সংষ্কারের পক্ষে, এটা পরিষ্কার কথা।’ 

আজ শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের অন্যতম ৭১ এর বধ্যভূমি জাঠিভাঙ্গায় নির্বাচনী জনসংযোগ ও পথসভায় বক্তব্য রাখার সময় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। স্থানীয় বিএনপি নেতা জয়নাল আবেদীনের সভাপতিত্বে এ সময় স্থানীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের ১৯৭১ সালের কথা মনে আছে, যুদ্ধের কথা মনে আছে নিশ্চয়ই। আপনাদের এখানেই ৭১ এ বর্বর গণহত্যা সংগঠিত হয়েছিল, এখানকার বধ্যভূমি তারই সাক্ষী। পাকিস্তানি বাহিনী অসংখ্য মানুষকে হত্যা করেছিল, আজ সেই পাকিস্তানি বাহিনীর যারা সহযোগী ছিল আজ তারাই আপনাদের কাছে ভোট চাইতে এসেছে। আমরা এমন কাউকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারিনা, যারা আমাদের স্বাধীনতাকেই স্বীকার করেনি।’
 
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে, যা হবে মা-বোনদের একটি কার্যকর অস্ত্র। এই কার্ডের মাধ্যমে পরিবারের নিত্যপ্রয়োজনীয় কাজে নারীরা সরাসরি উপকৃত হবেন। বিএনপি ক্ষমতায় যেতে পারলে ১৮ মাসের মধ্যে দেশে দেড় কোটি মানুষের কর্মসংস্থান হবে। এটা আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতিশ্রুতি। 

এছাড়া কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই কার্ডের মাধ্যমে কৃষকরা নানা সুযোগ-সুবিধা পাবেন। পাশাপাশি স্বাস্থ্যকার্ডের মাধ্যমে সাধারণ মানুষের জন্য সহজ ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

আসন্ন নির্বাচনের প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘ঠাকুরগাঁও একটা কৃষি প্রধান এলাকা, এখানে এখন প্রচুর সবজি ও আম, লিচু, কমলা মাল্টাসহ ফলমূল চাষ হচ্ছে। আমরা এখানে সবজি ও ফলমূল সংরক্ষণের কোল্ড স্টোরেজ করতে চাই।’