বাসস
  ২৪ জানুয়ারি ২০২৬, ২০:৩৫

ঢাবিতে অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে ডুজার প্রশিক্ষণ ও ত্রৈমাসিক রিপোর্টার্স অ্যাওয়ার্ড প্রদান

ঢাকা, ২৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) আয়োজনে বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংবাদ কর্মীদের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে ডুজা সদস্যদেরকে তাদের ত্রৈমাসিক শ্রেষ্ঠ রিপোর্টের স্বীকৃতিস্বরূপ ত্রৈমাসিক রিপোর্টার্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এ আয়োজন করা হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এর ইনভেস্টিগেটিভ জার্নালিজম হেল্প ডেস্কের প্রধান মো. বদরুদ্দোজা বাবু।

বাস্তবভিত্তিক নানা অভিজ্ঞতার মিশেলে অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন কলাকৌশল নিয়ে তিনি সাংবাদিকদেরকে ধারণা দেন। 

প্রশিক্ষণ শেষে ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি-১০ মে এবং একই বছরের ১১ মে-১০ আগস্ট সময়ের রিপোর্টের জন্য বিশ্ববিদ্যালয়ের ৯ জন সংবাদকর্মীকে ত্রৈমাসিক রিপোর্টার্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ডুজার ৪৪ জন সদস্যের বাছাই করা প্রতিবেদনের ওপর বিচার বিশ্লেষণ করে এই ৯ জনকে পুরস্কৃত করা হয়। অতিথিরা তাদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার হিসেবে বিজয়ীদের নগদ অর্থ প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ১১ ফেব্রুয়ারি-১০ মে সময়ে প্রথম হয়েছেন আমার দেশ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাফিউজ্জামান লাবিব, দ্বিতীয় হয়েছেন কালের কণ্ঠ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মানজুর হোসাঈন মাহি, তৃতীয় হয়েছেন ডেইলি সান পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহির কাইয়ুম এবং চতুর্থ হয়েছেন বিডিনিউজ২৪ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরফাতুল ইসলাম নাইম।

২০২৫ সালের ১১ মে-১০ আগস্ট সময়ে প্রথম হয়েছেন দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরমান হোসেন, দ্বিতীয় হয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তাহমিদুল আলম জায়িফ, তৃতীয় হয়েছেন বিডিনিউজ২৪ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরফাতুল ইসলাম নাইম, চতুর্থ হয়েছেন কালের কণ্ঠ পত্রিকার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মানজুর হোসাঈন মাহি এবং পঞ্চম হয়েছেন প্রথম আলো পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তাহমিদ সাকিব।

ডুজা সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহদি হাসানের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন ডুজার সাবেক সভাপতি ও প্রথম আলোর স্টাফ রিপোর্টার রিয়াদুল করিম, ডুজার সাবেক সভাপতি ও বিডিনিউজ২৪.কম এর স্টাফ রিপোর্টার মাসুম বিল্লাহ।