বাসস
  ২৪ জানুয়ারি ২০২৬, ২০:০৩

নাটোরে রিটার্নিং অফিসারের ভোট কেন্দ্র পরিদর্শন

নাটোর-১ আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসমা শাহীন। ছবি: বাসস

নাটোর, ২৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নিয়ে গঠিত নাটোর-১ আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসমা শাহীন। 

আজ শনিবার দুপুরে গোপালপুর ডিগ্রি কলেজ ভোট কেন্দ্রসহ উপজেলার বিভিন্ন এলাকার ভোট কেন্দ্র পরিদর্শনকালে সিসি ক্যামেরা স্থাপন, যাতায়াত ব্যবস্থা, কেন্দ্র বিন্যাসসহ অন্যান্য প্রস্তুতির ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. জুলহাস হোসেন সৌরভ, গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আকতার প্রমুখ।