বাসস
  ২৪ জানুয়ারি ২০২৬, ১৯:৩৬

খুলনা-৪ আসনে বিএনপি প্রার্থী হেলালের নির্বাচনী ইশতেহার ঘোষণা

আজিজুল বারী হেলাল শনিবার রূপসা উপজেলার আইচগাতী গ্রামের নিজ বাসভবন চত্বরে ৭৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। ছবি: বাসস

খুলনা, ২৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : খুলনা-৪ (রূপসা, তেরখাদা, দিঘলিয়া) আসনের বিএনপি প্রার্থী দলের কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। 

শনিবার বেলা ১১টায় রূপসা উপজেলার আইচগাতী গ্রামের নিজ বাসভবন চত্বরে তিনি ৭৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে তিনি উল্লেখ করেন খুলনা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি ভৈরব নদের উপর দ্বিতীয় সেতু নির্মাণ করে খুলনা মহানগরীর সঙ্গে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার সরাসরি যোগাযোগ স্থাপন করবেন। অসমাপ্ত নগরঘাট ও রেলিগেট সেতু নির্মাণ কাজ সম্পন্ন, আতাই ও ভৈরব নদের ভাঙন রোধ ও টেকসই বাঁধ নির্মাণ করবেন।

এছাড়া পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা পাটগুদামে ক্ষুদ্র ও কুটির শিল্প গড়ে তোলা, জলাবদ্ধ জমির পানি নিষ্কাশনের মাধ্যমে চাষযোগ্য করা, জনবহুল দেউড়া খেয়াঘাট সংস্কার, আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রি কলেজ সরকারিকরণ, যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে মাঠ সংস্কার ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, স্টার জুট মিল চালু, তেরখাদার ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপন। ভট্টাচার্য (হার্ডবোর্ড) খেয়াঘাটে ফেরির ব্যবস্থা, শ্রমিক সমাজের উপযুক্ত মজুরি নিশ্চিতকরণ, হাজীগাঁও মিনি স্টেডিয়াম আধুনিকীকরণ ও কবি কৃষ্ণচন্দ্র ইনস্টিটিউটকে সংস্কৃতি মন্ত্রণালয়ের তালিকাভুক্ত এবং নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টিসহ তার ঘোষিত ৭৪ দফা বাস্তবায়ন করবেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য খান রবিউল ইসলাম রবি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, অধ্যাপক মনিরুল হক বাবুল, শেখ আব্দুর রশিদ প্রমুখ।