শিরোনাম

ঢাকা, ২৪ জানুয়ারি ২০২৬ (বাসস) : বিদ্যালয় পর্যায়ে পাঠ্যপুস্তক পরিবহনে পাঁচ কোটি ছিয়াশি লক্ষ পঞ্চান্ন হাজার টাকা প্রদান করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিনা আখতার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের আলোকে ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় ২০২৬ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক বিদ্যালয় পর্যায়ে পরিবহনের জন্য সংযুক্ত তালিকা অনুসারে পাঁচ কোটি ছিয়াশি লক্ষ পঞ্চান্ন হাজার আটশ টাকা প্রদান করা হলো।
সংশ্লিষ্ট উপজেলা/থানা শিক্ষা অফিসারগণকে যে পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। নিম্নবর্ণিত শর্তে সরকারি বিধি মোতাবেক সে পরিমাণ অর্থ ব্যয় করার ক্ষমতা প্রদান করা হলো।
শর্তাবলি : এ ব্যয় ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের প্রাতিষ্ঠানিক কোড ১২৪০২০১ প্রধান কার্যালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (বিশেষ কার্যক্রম) বিনামূল্যে পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণ এর পরিবহন ব্যয় খাতে বরাদ্দকৃত (দশ কোটি) টাকা হতে মিটানো হবে।
২০২৫-২৬ অর্থবছরে আইবিএস প্লাস প্লাস এর অথোরাইজেশন ডিডিও এর মাধ্যমে সংশ্লিষ্ট আয়-ব্যয় কর্মকর্তাগণ ব্যয় করতে পারবেন।
এ অর্থ সরকারি বিধি মোতাবেক ব্যয় করতে হবে। এ অর্থ থেকে ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক পরিবহন ব্যয় ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ব্যয় করা যাবে না। যে কোনো প্রকার অনিয়মিত ব্যয়ের জন্য সংশ্লিষ্ট আয়-ব্যয় কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
মহাপরিচালকের নির্দেশ মোতাবেক অব্যয়িত অর্থ ৩০ জুন ২০২৬ এর মধ্যে ফেরত দিতে হবে।