বাসস
  ২৪ জানুয়ারি ২০২৬, ১৮:৫০

ঢাবিতে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক ‘টিস্যু কালচার ও বায়োটেকনোলজি’ সম্মেলন শুরু

ঢাকা, ২৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘প্ল্যান্ট টিস্যু কালচার’ ও ‘বায়োটেকনোলজি’ বিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত আজ শনিবার এই সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। 

ঢাবি উদ্ভিদবিজ্ঞান বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর টিস্যু কালচার এন্ড বায়োটেকনোলজি (বিএপিটিসিএন্ডবি) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মামুন আহমেদ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণের দ্বৈত চ্যালেঞ্জ মোকাবিলায় ‘স্মার্ট বায়োটেকনোলজি’ বা শিল্পায়িত জৈবপ্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘এক্ষেত্রে দ্রুত যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।’

বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানোন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের পরিকল্পনা তুলে ধরে উপ-উপাচার্য বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এআই সিস্টেম ও ডেটা সেন্টার স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছি। এর উদ্দেশ্য হলো-গবেষক ও বিজ্ঞানীদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা। এর ফলে বিজ্ঞানীরা ডেটা-চালিত সিদ্ধান্ত গ্রহণ এবং সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবেন।’

তিনি উচ্চ-ফলনশীল ও প্রতিকূলতা সহনশীল ফসল উৎপাদনের মাধ্যমে খাদ্য চাহিদা পূরণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের ওপর জোর দেন।

বিএপিটিসিএন্ডবি সভাপতি অধ্যাপক ড. রাখহরি সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি’র মহাপরিচালক ড. মো. ছগীর আহমেদ ও ঢাবি জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসিআই পিএলসি-এর গ্রুপ অ্যাডভাইজার ড. এফ এইচ আনসারি।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমি’র ফেলো অধ্যাপক ড. হাসিনা খান। এতে স্বাগত ও ধন্যবাদ বক্তব্য রাখেন বিএপিটিসিএন্ডবি-এর মহাসচিব অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল ইসলাম। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মেলনে দেশ-বিদেশের প্রায় আড়াইশ’ বিজ্ঞানী ও গবেষক অংশগ্রহণ করছেন।