বাসস
  ২৪ জানুয়ারি ২০২৬, ১৮:৩৯

খুলনায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

ছবি: বাসস

খুলনা, ২৪ জানুয়ারি ২০২৬ (বাসস): খুলনা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)এর ২০২৫-২০২৬ মৌসুমে এই অঞ্চলের ৭০ হাজার ৫০ জন তালিকাভুক্ত কৃষকের মধ্যে প্রনোদনার বীজ ও সার বিতরণ শুরু হয়েছে।।

চলতি মৌসুমে রবি ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য এক বিঘা (৩৩ শতক) জমির বিপরীতে ১১ ধরণের কৃষি ফসলের জন্য প্রতিটি কৃষক প্রণোদনা পাচ্ছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি রবি মৌসুমে ১১ ধরণের বিভিন্ন ফসল চাষে কৃষকদের সহায়তা করার জন্য বীজ ও সার প্রদানের মাধ্যমে এই প্রণোদনা বিতরণ করা হচ্ছে।

এর মধ্যে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বোরো ধান, গম, সরিষা, চীনাবাদাম, সূর্যমুখী, পেঁয়াজ, শাকসবজি এবং চার ধরণের ডালের (মুগ, মসুর, খেসারি, অড়হর) জন্য কৃষি-প্রণোদনা বিতরণ করছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, এই কর্মসূচির আওতায় প্রতিটি সুবিধাভোগী কৃষক এক বিঘা জমিতে ফসল চাষের জন্য বিনামূল্যে এক থেকে ২০ কেজি বিভিন্ন ফসলের বীজ, ১০ থেকে ২০ কেজি অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) এবং পাঁচ থেকে ১০ কেজি মিউরেট অফ পটাশ (এমওপি) সার পাচ্ছেন। 

কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে কৃষকরা প্রণোদনা পাচ্ছেন। তারা সরকারের অনুমোদিত ডিলারদের কাছ থেকে বীজ এবং সার পাচ্ছেন।

প্রতিটি উপজেলায় ইউএনওর নেতৃত্বে তদারকি ও পুনর্বাসন কমিটি সরকারি প্রণোদনা বিতরণ করছে।

তিনি আরও বলেন, এই অঞ্চলের কৃষকরা এখন রবি শস্য, শাকসবজি উৎপাদনে খুবই ব্যস্ত রয়েছে।অর্ন্তর্বতীকালীন সরকার কৃষি খাতে উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।