বাসস
  ২৪ জানুয়ারি ২০২৬, ১৭:৫০

এলএলবি শেষ পর্বের পরীক্ষা ৩১ জানুয়ারি

ঢাকা, ২৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ‘প্রমাণের আইন’ (৪র্থ পত্র)- এর পরীক্ষা একদিন পিছিয়ে ৩১ জানুয়ারি পুনর্নির্ধারণ করা হয়েছে। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী এ পরীক্ষা ৩০ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি (শনিবার) সকাল ৯টা থেকে নির্ধারিত কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সীমা হবে প্রশ্নপত্রে উল্লিখিত সময়কাল পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, উল্লিখিত এই একটি পত্রের পরীক্ষা ছাড়া গত ৬ জানুয়ারি প্রকাশিত মূল সময়সূচির অন্যান্য সকল তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।