শিরোনাম

বগুড়া, ২৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোর্শেদ মিল্টনের পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গণসংযোগ শুরু হয়েছে।
গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় বগুড়ার গাবতলীর মহিষাবান ও নশিপুর ইউনিয়নে নির্বাচনি প্রচারণা চালান বিশিষ্ট ব্যবসায়ী আশিকুর রহমান সুজন, মামুনুর রশিদ টুইংকেল, জাহিদুর রহমান তালুকদার দিপুসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার মৃত্যুতে এই আসনটিতে মোর্শেদ মিল্টনকে মনোনয়ন দেওয়া হয়।