শিরোনাম

রাঙ্গামাটি, ২৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় আজ রাঙ্গামাটি ২৯৯ নং সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী দীপেন দেওয়ানের সমর্থনে নির্বাচনী পথসভা ও উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ঘাগড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে আজ শনিবার সকাল ১০টায় জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাবাগান ও ঘাগড়া বাজারে এ উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়।
এ পথসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও বিএনপি প্রার্থী দীপেন দেওয়ান।
ঘাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও কাউখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর তারা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির উপজাতি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কর্নেল মনীষ দেওয়ান (অব.), জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারন সম্পাদক আব্দুল মোতালেব প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, নিরাপদ ও সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করতে আগামী নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিন।
তিনি বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নসহ জনগণের কল্যাণে বিএনপি কাজ করে যাবে। এজন্য তিনি আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।