বাসস
  ২০ জানুয়ারি ২০২৬, ২২:৪৭
আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ২৩:০৭

গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণে পিরোজপুরে শিক্ষক সমাবেশ

ছবি : বাসস

পিরোজপুর, ২০ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আসন্ন গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ শিক্ষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, শিক্ষকগণ জাতি গড়ার কারিগর। তিনি সাধারণ মানুষকে গণভোটের বিষয়ে সচেতন করতে প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে অভিভাবক ও মা সমাবেশ আয়োজনের জন্য অনুরোধ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূঁইয়া জনি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, জেলা শিক্ষক কর্মকর্তা ইব্রাহিম আযিযী।