বাসস
  ১৯ জানুয়ারি ২০২৬, ২২:৫৭

আমরা যেন ভুলে না যাই জুলাইয়ে আমাদের সন্তানরা কেন প্রাণ দিয়েছে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

আজ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রংপুর শিল্পকলা একাডেমির সামনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত র‌্যালি শেষে বক্তব্য রাখেন । ছবি : বাসস

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমরা যেন কোনদিনও ভুলে না যাই যে, জুলাইয়ে আমাদের সন্তান ও ভাই-বোন এবং দেশের আপামর জনসাধারণ কেন নির্ভীকচিত্তে প্রাণ দিয়েছে; কারণ তারা পরিবর্তন চেয়েছে।

তিনি বলেন, তাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পরিবর্তন আনার একটা সুযোগ পেয়েছি। দল মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’-তে  ভোট দিয়ে সেই সুযোগ কাজে লাগাতে হবে।

আজ রংপুর শিল্পকলা একাডেমির সামনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত র‌্যালি শেষে উপদেষ্টা এসব কথা বলেন।

বর্ণাঢ্য এই র‌্যালি রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শিল্পকলা একাডেমির সামনে শেষ হয়। 

নির্বাচন ও গণভোটের প্রচারণায় নিয়োজিত ভোটের গাড়ির কার্যক্রম এসময় চলমান ছিল।

উপদেষ্টা বলেন, ‘হ্যাঁ’-তে ভোট দিলে আমরা বারোটা জিনিসে পেয়ে যাব। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে পরবর্তী নির্বাচিত সরকারকে আপনারা এক অর্থে বাধ্য করবেন, সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তন এনে বিচার বিভাগকে স্বাধীন করতে; প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করতে; তত্ত্বাবধায়ক সরকার আনতে, নিজেদের অধিকার বাড়াতে।

তিনি বলেন, এগুলোতে না বলার কোন কারণ দেখতে পাচ্ছি না। ‘হ্যাঁ’ ভোট দিলে রাজনীতিতে একটা ভারসাম্য আসবে। রাজনৈতিক ভারসাম্য আসলে কাউকে আর দেশ ছেড়ে পালাতে হবে না। কারণ কেউই আর ভূয়া নির্বাচন দিতে পারবে না।

উপদেষ্টা আরো বলেন,দলের ভেতরেও গণতান্ত্রিক চর্চা হবে। রাষ্ট্রপতি জাতির অভিভাবকের মতো। দেশের প্রয়োজনে তাকে দল মত নির্বিশেষে ভূমিকা পালন করতে হয়। তাই এখানে ক্ষমতার ভারসাম্য প্রয়োজন।

র‌্যালিতে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার, বিভাগীয় পুলিশ কমিশনার, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।