বাসস
  ১৯ জানুয়ারি ২০২৬, ১৪:৩৪

লালমনিরহাটে ডিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ

লালমনিরহাটের কালীগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার। ছবি: বাসস

লালমনিরহাট, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : লালমনিরহাটের কালীগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২১ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার সিরাজুল মার্কেট সংলগ্ন এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

ডিবি লালমনিরহাট সূত্রে জানা যায়, ভোরে সিরাজুল মার্কেট সংলগ্ন এলাকায় ডিবির একটি টিম নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় একটি কাভার্ড ভ্যানকে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে।

ডিবি সদস্যরা ধাওয়া করলে কাভার্ড ভ্যানটি রংপুর জেলার গঙ্গাচড়া থানা এলাকায় প্রবেশ করে। পরে গঙ্গাচড়া থানাধীন ৫ নম্বর লক্ষিটারী ইউনিয়নে গঙ্গাচড়া থানার সামনে সড়কে ডিবি সদস্যরা ব্রেঞ্চ ফেলে ব্যারিকেড সৃষ্টি করেন। একপর্যায়ে কাভার্ড ভ্যানটি ব্যারিকেড ভেঙে বিদ্যুৎ খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এ সময় চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। এরপর ডিবি লালমনিরহাট ও গঙ্গাচড়া থানা পুলিশের যৌথ অভিযানে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

তল্লাশি চালিয়ে ভ্যানের ভেতর থেকে ইস্কাপ সিরাপ, ফেন্সিডিল ও ফেয়ারডিল উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ২১ লাখ টাকার বেশি।

এ বিষয়ে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ জানান, অভিযান চলাকালে মাদকবাহী কাভার্ড ভ্যানটি রংপুরের গঙ্গাচর এলাকায় প্রবেশ করায় মাদকগুলো গংগাছড়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।