বাসস
  ১৯ জানুয়ারি ২০২৬, ১৩:১৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের ফরম পূরণে নতুন নির্দেশনা

ঢাকা,  ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় ২০২৩ সালের মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত, অনিয়মিত ও প্রাইভেট) পরীক্ষার আবেদন ফরম পূরণে আংশিক সংশোধনী আনা হয়েছে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ২৩ ডিসেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তির কলেজ কর্তৃপক্ষের পালনীয় শর্তাবলীতে এই পরিবর্তন আনা হয়।

এতে বলা হয়েছে, এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি, এম মিউজ, লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স এবং আইসিটি শেষ পর্বের পরীক্ষার্থীদের ইনকোর্স ও টার্ম পেপারের নম্বর এন্ট্রি সংক্রান্ত ৮ নম্বর শর্তে এই সংশোধনী আনা হয়েছে।

সংশোধিত নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট কলেজগুলোকে প্রথমবারের মতো পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর ইনকোর্স ও টার্ম পেপারের নম্বর বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে (info.nu.ac.bd) অনলাইন এন্ট্রি দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ অনলাইনে এই নম্বর এন্ট্রি নিশ্চিত করার পর কেবল সেই সকল শিক্ষার্থীই ফরম পূরণের জন্য আবেদন করার সুযোগ পাবেন।

আবেদন প্রক্রিয়া শেষে কলেজ কর্তৃপক্ষ অনলাইনে আবেদনগুলো নিশ্চয়ন (Confirm) করবেন এবং শুধুমাত্র নিশ্চয়নকৃত পরীক্ষার্থীদের অনুকূলেই প্রবেশপত্র ইস্যু করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আবেদন ফরমের নির্ধারিত স্থানে পরীক্ষার্থীর সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি আইকা আঠা দিয়ে যুক্ত করতে হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, ডাটা এন্ট্রির জন্য নির্ধারিত সময় পার হওয়ার পর ওয়েবসাইট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তাই কলেজগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যেই সকল কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।

২০২৫ সালের ২৩ ডিসেম্বর প্রকাশিত মূল বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (nu.ac.bd) থেকে জানা যাবে।