বাসস
  ১৯ জানুয়ারি ২০২৬, ১৩:০৬

ঝিনাইদহে টিয়ারগ্যাস, ককটেল ও সাউন্ড গ্রেনেডসহ যুবক গ্রেফতার

ঝিনাইদহ সদর উপজেলায় বিশেষ অভিযানে চালিয়ে একটি টিয়ারগ্যাস সেল, ককটেল ও সাউন্ড গ্রেনেডসহ রুবেল হোসেন নামে একজনকে গ্রেফতার করে সেনাবাহিনী। ছবি : বাসস

ঝিনাইদহ, ১৯ জানুয়ারি ২০২৬ (বাসস) : ঝিনাইদহ সদর উপজেলায় বিশেষ অভিযানে চালিয়ে একটি টিয়ারগ্যাস সেল, ককটেল ও সাউন্ড গ্রেনেডসহ রুবেল হোসেন (২৬) নামে একজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

আজ সোমবার ভোরে সদর উপজেলার উদয়পুর গ্রামে এ অভিযান চালায় সেনাবাহিনীর ঝিনাইদহ ক্যাম্পের একটি টিম।

সেনাবাহিনীর ঝিনাইদহ ক্যাম্প ও সদর থানা সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে উদয়পুর গ্রামের রুবেল হোসেনের বাড়িতে সেনাবাহিনীর একটি টিম অভিযান চালায়। এসময় একটি মাল্টি ইমপ্যাক্ট সাউন্ড গ্রেনেড, একটি ককটেল ও একটি র‌্যান্ডম মুভ টিয়ার গ্যাস গ্রেনেড উদ্ধার করা হয়। সেনা সদস্যরা রুবেল হোসেনকে আটক করে ঝিনাইদহ সদর থানা পুলিশে সোপর্দ করে। 

সেনাবাহিনী সূত্র জানায়, উদ্ধারকৃত টিয়ারগ্যাস গ্রেনেডটি বাংলাদেশ পুলিশের ব্যবহৃত সরঞ্জামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অভিযান শেষে জব্দকৃত সকল আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সদর থানার ওসি মো. সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উদ্ধারকৃত সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল পুলিশের সরঞ্জামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তবে এগুলো যাচাইয়ের কাজ চলছে। এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে।