শিরোনাম

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জরিমানাসহ বাউবি’র এইচ.এস.সি পরীক্ষার ফি পরিশোধের শেষ সুযোগ ৩০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল আঞ্চলিক পরিচালককে দেওয়া এই চিঠিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এইচ.এস.সি পরীক্ষা-২০২৬ এ অনলাইনে জরিমানা ছাড়া ফি জমাদানের সুযোগ ২৭/১১/২০২৫ তারিখে শেষ হয় এবং জরিমানাসহ ফি প্রদানের ব্যবস্থা রাখা হয়।
চিঠিতে আরো বলা হয়েছে, সফটওয়ারের সমস্যাজনিত কারণে সংযুক্ত তালিকায় উল্লিখিত শিক্ষার্থীরা নির্ধারিত জরিমানা ছাড়া পুনঃপরীক্ষার ফি পরিশোধ করেছে, বিধায় এ সকল শিক্ষার্থীকে অনলাইনে যে তারিখে তারা ফি প্রদান করেছে সেই তারিখ (১১/১২/২০২৫) পর্যন্ত জরিমানা আদায় করা প্রয়োজন।
আপনার আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের সংশ্লিষ্ট স্টাডি সেন্টারের সহায়তায় শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে নির্ধারিত ব্যাংকের মাধ্যমে আগামী ২৭/০১/২০২৬ তারিখের মধ্যে জরিমানার অর্থ আদায় করতে হবে।
জরিমানার টাকা প্রেরিত সফ্টকপিতে এন্ট্রি দিয়ে ৩০/০১/২০২৬ তারিখের মধ্যে সফ্টকপিটি [email protected] ও হার্ডকপি পরীক্ষা বিভাগে প্রেরণ করতে হবে।
এ প্রক্রিয়া অনুসরণ না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থী আগামী এইচ.এস.সি পরীক্ষা-২০২৬ এ অংশগ্রহণ করতে পারবেন না।
বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।