বাসস
  ১৯ জানুয়ারি ২০২৬, ১২:৩৫

সিলেটে খাদে পড়া হাতি উদ্ধার

গতকাল রোববার (১৮ জানুয়ারি) বিকেলে সিলেটের আলমপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল খাদ থেকে হাতিটিকে উদ্ধার করে।  ছবি : বাসস

সিলেট, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : মৌলভিবাজার থেকে ভাড়া খাটতে সিলেট আসার পথে খাদে পড়ে যাওয়া হাতি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল রোববার (১৮ জানুয়ারি) বিকেলে সিলেটের আলমপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল খাদ থেকে হাতিটিকে উদ্ধার করে। 

বন বিভাগ কর্তৃপক্ষ জানায়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তর আহত হাতিটিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। চিকিৎসা শেষে হাতিটিকে মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। 

সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান বলেন, হাতিটি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কামরুল ইসলাম নামে এক ব্যক্তির। তিনি সিলেটে একটি বিয়ের অনুষ্ঠানের জন্য হাতিটিকে শনিবার রাতে সিলেট পাঠিয়েছিলেন। মৌলভিবাজার থেকে সিলেট আসার পথে শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় হাতিটি দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার একটি খাদে পড়ে যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা থেকে আসা ট্রেনের ধাক্কায় হাতিটি খাদে পড়ে যায়। সকালে স্থানীয়রা হাতিটি খাদে দেখতে পান। এরপর ফায়ার সার্ভিস, পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বেলা ৩টার দিকে হাতিটিকে খাদ থেকে উদ্ধার করে।

দুর্ঘটনায় হাতিটির পেছনের দুই পা আঘাতপ্রাপ্ত হয়েছে। এছাড়া দীর্ঘক্ষণ খাদের কাদা জলে থাকায় হাতিটি নিস্তেজ হয়ে পড়েছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা হাতিটিকে চিকিৎসা দিয়েছেন। 

হাতির চিকিৎসায় যুক্ত থাকা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমদ বলেন, খাদ থেকে তোলার পর হাতিটি একেবারে নিস্তেজ ছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এখন নড়াচড়া করছে। কিছু ওষুধ ও স্যালাইন দেওয়া হয়েছে। তবে আঘাত লেগে হাতিটির পেছনের দুই পায়ের বল ধরনের ক্ষতি হয়েছে। পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে। তিনি বলেন, আঘাতের ধরন দেখে ও স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি, ট্রেনের ধাক্কায়ই হাতিটি খাদে পড়ে যায়। 

সিলেট রেল স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বলেন, হাতিটি ট্রেনের ধাক্কায়ই খাদে পড়েছে কিনা তা নিশ্চিত নয়। আমরা এরকম কোনো আলামত পাইনি। ওই এলাকায় পাশাপাশি বাস ও ট্রেনের লাইন রয়েছে।

সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান বলেন, হাতিটিকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর এর মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে।