শিরোনাম

রাজবাড়ী, ১৯ জানুয়ারি ২০২৬ (বাসস) : নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী এক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা আজ মাগুরায় শুরু হয়েছে। রাজবাড়ী ও মাগুরা জেলার সাংবাদিকদের জন্য এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র উদ্যোগে মাগুরা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আজ সকালে এ প্রশিক্ষণ শুরু হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণে রাজবাড়ী ও মাগুরা জেলার ৫০ জন সাংবাদিক অংশ নেন।
এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক শারমিন রিনভী, পিআইবির সমন্বয়কারী শাহ আলম ও লাইব্রেরীয়ান মো. জাহাঙ্গীর হোসেন।