শিরোনাম

খুলনা, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী ও কম্বল বিতরণ করেছে সংযুক্ত আরব আমিরাত।
আজ রোববার সকালে কপিলমুনির শ্রীরামপুর জিয়া প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রাঙ্গণে বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের বৈদেশিক সহায়তা বিষয়ক ডিরেক্টর রাশেদ আল মাইল আল জাবি’র নেতৃত্বে ত্রাণসামগ্রী ও কম্বল বিতরণ করা হয়।
এ সময় ২ শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারকে খাদ্যসামগ্রী ও কম্বল প্রদান করা হয়।
ত্রাণ বিতরণ শেষে রাশেদ আল মাইল আল জাবি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এছাড়া, তিনি স্বাস্থ্যসেবা কেন্দ্র ও একটি মাদ্রাসা পরিদর্শন করেন এবং তাদের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি তালতলা জামে মসজিদ পরিদর্শন করেন এবং স্থানীয় মুসল্লিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
তিনি আশ্বাস দেন, ভবিষ্যতেও বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাত সরকারের সহায়তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাক-এর যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন, বিশিষ্ট সমাজকর্মী খন্দকার এনামুল হক, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ত্রাণ ও খাদ্যসামগ্রী পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন। তারা মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানান এবং ত্রাণ দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাত সরকারকে ধন্যবাদ জানান।