শিরোনাম

ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস): চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পরীক্ষার্থীদের ব্যবহারের জন্য অনুমোদিত ক্যালকুলেটরের তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।
আজ রোববার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল মডেলের নির্দিষ্ট ৮টি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
ক্যালকুলেটরের মডেলগুলো হলোু-এফএক্স ৮২এমএস, এফএক্স ১০০এমএস, এফএক্স ৫৭০এমএস, এফএক্স ৯৯১এমএস, এফএক্স ৯৯১ইএক্স, এফএক্স ৯৯১ইএস, এফএক্স ৯৯১ইএস প্লাস এবং এফএক্স ৯৯১সিডব্লিউ।
উল্লিখিত মডেলের ক্যালকুলেটর ছাড়াও শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। তবে কোনোভাবেই প্রোগ্রামিং করা যায় এমন ক্যালকুলেটর পরীক্ষা কেন্দ্রে ব্যবহার করা যাবে না বলে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল কেন্দ্র সচিবদের এই নির্দেশনা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা রক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে বিষয়টি অত্যন্ত জরুরি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, চলতি বছরের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত রুটিন অনুযায়ী আগামী ২১ এপ্রিল থেকে লিখিত পরীক্ষা শুরু হবে, চলবে ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।
লিখিত পরীক্ষা শেষে ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৮ জুনের মধ্যে হাতে লেখা নম্বর ফর্দ, ব্যবহারিক উত্তরপত্র, আনুষঙ্গিক কাগজপত্র ও স্বাক্ষরলিপি বিভাগ অনুযায়ী রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে।