বাসস
  ১৮ জানুয়ারি ২০২৬, ১২:২২

খালেদা জিয়ার মাগফেরাত কামনায় পটুয়াখালীতে দোয়া মাহফিল

বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পটুয়াখালীর বাউফলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাসস

পটুয়াখালী, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পটুয়াখালীর বাউফলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার রাতে উপজেলার বগা ইউনিয়নের ৬০ নম্বর কৌখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ. গনি শিকদারের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শহীদুল আলম তালুকদার।

তিনি বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।