বাসস
  ১৮ জানুয়ারি ২০২৬, ০০:৪৯
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১১:৫৭

পরিবেশ ও নারী উন্নয়ন গবেষণায় রাজশাহী ছড়া সংসদ পুরস্কার পেলেন পারভেজ বাবুল

ঢাকা, ১৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : পরিবেশ ও নারী উন্নয়ন গবেষণায় ‘রাজশাহী ছড়া সংসদ’ পুরস্কার পেয়েছেন সাংবাদিক, কলামিস্ট ও গবেষক পারভেজ বাবুল।

রাজশাহী নগর ভবনে জাকজমকপূর্ণ অনুষ্ঠানে শুক্রবার রাজশাহী ছড়া সংসদ দেশের বরণ্য ব্যক্তিদের সম্মাননার আয়োজন করে। অনুষ্ঠানে পারভেজ বাবুলকে পরিবেশ ও নারী উন্নয়ন বিষয়ে গবেষণা পুরস্কার দেয়া হয়। 

উল্লেখ্য, পারভেজ বাবুল এর আগেও বিভিন্ন সংগঠন থেকে পরিবেশ, নারী উন্নয়ন, কাব্য সাহিত্য এবং সাংবাদিকতায় পুরস্কার পেয়েছেন। পারভেজ বাবুল একজন পরিবেশ এবং নারী-বান্ধব লেখক। ইংরেজি ও বাংলা প্রবন্ধ, উপন্যাস, কাব্যগ্রন্থসহ তাঁর লেখা প্রকাশিত গ্রন্থসংখ্যা ১১টি।