শিরোনাম

খুলনা, ১৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : খুলনা-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার রোল মডেল । বেগম জিয়া সাহসী নেতৃত্ব, দেশপ্রেম ও আত্মত্যাগের জন্য মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
আজ শনিবার দুপুরে বড় বাজার কাঁচা ও পাঁকা মাল আড়ৎ সমিতির আয়োজনে বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা ও রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতা শেখ আসাদুর রহমান সভাপতিত্ব করেন।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, দীর্ঘ কারাবাস ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি কখনো প্রতিহিংসামূলক মনোভাব প্রকাশ করেননি। স্বাধীন সাংবাদিকতা ও নীতিনিষ্ঠাকে সম্মান করার পাশাপাশি রুচিশীলতা, মার্জিত নেতৃত্ব ও উদার দৃষ্টিভঙ্গির জন্য বাংলাদেশের রাজনীতিতে অনন্য খালেদা জিয়া। তাঁর অবদান দেশের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
বাদ জোহর হার্ডমেটাল গ্যালারী হার্ডওয়ার এন্ড মেশিনারী মার্চেন্ট এসোসিয়েশনের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন নজরুল ইসলাম মঞ্জু।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ফেরদৌস আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দা নার্গিস আলী, জাফরউল্লাহ খান সাচ্চু, কাজী মো. রাশেদ, অধ্যাপক আরিফুজ্জামান অপু, শেখ আব্দুর রশিদ, মহিবুজ্জামান কচি, আনোয়ার হোসেন, শের আলম সান্টু, ইউসুফ হারুন মজনু, একরামুল হক হেলাল, নিয়াজ আহমেদ তুহিন, মজিবর রহমান ফয়েজ, শামসুজ্জামান চঞ্চল, শেখ জামিরুল ইসলাম জামিল, শমসের আলী মিন্টু, ইশহাক তালুকদার, আব্দুল মতিন, মেশকাত আলী, মহিউদ্দিন টারজান, জিএম রফিকুল হাসান, এডভোকেট হালিমা খাতুন, আফসার উদ্দিন মাস্টার, মাজেদা খাতুন, আমিনউদ্দিন, ইকবাল হোসেন, শহীদ খান, শামীম খান এবং কেএম সেলিম।