বাসস
  ১৭ জানুয়ারি ২০২৬, ২২:০২

তারেক রহমানের সঙ্গে কবি-সাহিত্যিক প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ 

ছবি : ভিডিও থেকে নেওয়া

ঢাকা, ১৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কবি-সাহিত্যিকদের একটি প্রতিনিধিদল।

আজ শনিবার রাত সাড়ে ৮টায়  রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে সাহিত্য, সংস্কৃতি ও সামগ্রিক সামাজিক বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের শায়রুল কবীর খান।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের পক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন প্রতিনিধিত্ব করেন।