বাসস
  ১৭ জানুয়ারি ২০২৬, ২০:৩৫

নির্বাচন কমিশন ও প্রশাসনকে অবশ্যই পূর্ণ নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে : আজিজুল বারী হেলাল 

ছবি : বাসস

খুলনা, ১৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) এবং প্রশাসনকে অবশ্যই পূর্ণ নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।

শুক্রবার বিকেলে খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হেলাল এই মন্তব্য করেন।

তিনি বলেন, একটি বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে সম্পূর্ণ নিরপেক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করতে হবে।

হেলাল আরও বলেন, সারা দেশে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’-এর প্রতি জনসমর্থন বৃদ্ধি পাচ্ছে। শুধু রূপসা, তেরখাদা বা দিঘলিয়া নয়, সর্বত্রই মানুষ ধানের শীষের সমর্থনে জেগে উঠছে। 

পরে তিনি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের মধ্যে ট্রফি বিতরণ করেন।

অনুষ্ঠানের শেষ অংশে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।