বাসস
  ১৭ জানুয়ারি ২০২৬, ২০:৩১

কুইক রেসপন্স টিমের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে সেবা প্রদান করা হবে : শারমীন এস মুরশিদ

শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী ও শিশু মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি : পিআইডি

ঢাকা, ১৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, কুইক রেসপন্স টিমের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে সেবা প্রদান করা হবে।

আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী ও শিশু মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একসঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটে সর্বস্তরের নারীদের অংশগ্রহণে উৎসাহিত করতে দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম, নারী ও শিশু নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে সমন্বিত সেবা জোরদারকরণ এবং কুইক রেসপন্স টিমের (কিউআরটি) কার্যক্রমের শুভ সূচনা উপলক্ষ্যে ‘পাশে আছি’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে মন্ত্রণালয়।

শারমীন এস মুরশিদ বলেন, বিভিন্ন সরকারি দপ্তর/সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সঙ্গে সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিকার ও প্রতিরোধ, সমন্বিত সেবা কার্যক্রম জোরদারকরণ এবং কুইক রেসপন্স টিমের কার্যক্রমের মাধ্যমে দ্রুত সারভাইভারকে প্রয়োজনীয় জরুরি সেবাসমূহ নিশ্চিত করা হবে।

তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রয়োজনে নারী ও শিশু মন্ত্রণালয় দাবি করছে, আমরা আমাদের প্রতিটি পাড়ায়, মহল্লায় যেন একজন নারীকেও অপমান করতে না দেই, একটি শিশুর ওপরও নির্যাতন করতে না দেই। প্রতিটি ঘর, প্রতিটি পাড়ায়, প্রতিটি গ্রামকে দেখে রাখবে আমাদের এই অসাধারণ তরুণ সমাজ।

সরকার ৩০৯ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে সমন্বিত সেবা জোরদারকরণ এবং কুইক রেসপন্স টিম কার্যক্রমের সূচনা করতে যাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়িত হবে।

শারমীন এস মুরশিদ বলেন, এই মন্ত্রণালয়গুলোর আওতায় ১৪টি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, ৬৭টি ওয়ান স্টপ ক্রাইসিস সেল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে টোল ফ্রি জাতীয় হেল্পলাইন সেন্টার-১০৯, ন্যাশনাল ট্রমা কাউন্সিলিং সেন্টার, ৮টি রিজিওনাল ট্রমা কাউন্সিলিং সেন্টার, ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি, ৮টি বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরি, রিয়াল টাইম মনিটরিং ডাটাবেইজের মাধ্যমে দেশের নারী ও শিশুর প্রতি নির্যাতন ও সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে কাজ করছে।

নারী ও শিশু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নারী অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা।

গণভোট ২০২৬-এ নারীর অংশগ্রহণে নিরাপত্তার প্রতি গুরুত্বারোপ করে উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, হ্যাঁ মানে সংস্কার, হ্যাঁ মানে নতুন বাংলাদেশ, হ্যাঁ মানে নারীর নিরাপদে বেড়ে ওঠা। নতুনভাবে বাংলাদেশকে গড়ার জন্য হ্যাঁ ভোট দেওয়াটা জরুরি।