শিরোনাম

ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের কারুশিল্প বিভাগ আয়োজিত শিক্ষার্থীদের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার চারুকলা অনুষদের ওসমান জামান মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রদর্শনীতে ২০২৪ ও ২০২৫ শিক্ষাবর্ষের পুরস্কৃত চিত্রকর্মের পাশাপাশি বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মোট ১৩০টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। কারুশিল্পের নান্দনিকতা, ঐতিহ্য ও সৃজনশীল প্রকাশ এই প্রদর্শনীর মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে।
প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ প্রদর্শনী উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক অনুপম হুদা এবং অধ্যাপক মোঃ ফারুক আহমদ মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারুশিল্প বিভাগের চেয়ারম্যান মোহাঃ জাহাঙ্গীর হোসেন।
প্রদর্শনী আগামী ১৫ থেকে ২০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানে চারুকলা অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, শিল্পী ও সংস্কৃতি কর্মীরা উপস্থিত ছিলেন।