বাসস
  ১৫ জানুয়ারি ২০২৬, ১৭:০৬

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সুনামগঞ্জে অবহিতকরণ সভা

ছবি : বাসস

সুনামগঞ্জ, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে  অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।  

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার  ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ সময় আলোচনা সভায় অংশ গ্রহণ করেন পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন,  সুনামগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল,  জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা আব্দুল বছির প্রমুখ।  

সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা  উপস্থিত ছিলেন।