বাসস
  ১৫ জানুয়ারি ২০২৬, ১৬:৪২

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ৪৭তম এসিইএম কোর্সের আবেদন শুরু

ফাইল ছবি

ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সহযোগী অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তাদের জন্য ৪৭তম ‘অ্যাডভান্সড কোর্স অন এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (এসিইএম)’ প্রশিক্ষণ কোর্সের জন্য আবেদন আহ্বান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রশিক্ষণ শাখার উপ-পরিচালক প্রফেসর প্রিম রিজভী এ তথ্য জানান ।

মাউশির এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)- এ এই প্রশিক্ষণ কোর্সটি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণে আগ্রহী কর্মকর্তাদের আগামী ২৫ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের সুপারিশসহ নির্ধারিত গুগল ফরমে (https://forms.gle/2wFDzUV9tvgTMswr8) তথ্য প্রদান করতে হবে।

মাউশি জানিয়েছে, এ ক্ষেত্রে কোনো হার্ডকপি বা সরাসরি আবেদন গ্রহণযোগ্য হবে না। শুধুমাত্র অনলাইনে গুগল ফরমের মাধ্যমেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদনকারীদের মধ্যে যারা আত্তীকৃত এবং ১০ শতাংশ কোটায় নিয়োগপ্রাপ্ত, তাদের ক্ষেত্রে জ্যেষ্ঠতার তালিকায় অবস্থানের প্রয়োজনীয় প্রমাণক দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে।

সংশ্লিষ্ট সকল সরকারি কলেজ ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষদের এই নির্দেশনা অবহিত করা হয়েছে।