বাসস
  ১৫ জানুয়ারি ২০২৬, ১৫:৩১

ঢাবির টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগ পরিদর্শন করলেন দুই জাপানি অধ্যাপক

ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের দুইজন জ্যেষ্ঠ অধ্যাপক গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি (টিএফপি) বিভাগ পরিদর্শন করেছেন।

পরিদর্শনকারী শিক্ষাবিদরা হলেন টোকিও বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল এডুকেশনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. ইউজিন ইয়াগুচি এবং ইনফরমেশন স্টাডিজ গ্র্যাজুয়েট স্কুলের মিডিয়া ও জার্নালিজম স্টাডিজের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. কাওরি হায়াশি।

পরিদর্শনের অংশ হিসেবে অধ্যাপক ড. হায়াশি ‘ডিজিটাল যুগে ভুয়া সংবাদের উত্থান: জাপানের প্রেক্ষাপট’  শীর্ষক একটি বক্তৃতা প্রদান করেন।

বক্তৃতায় তিনি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার এবং এর সামাজিক ও রাজনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি জাপানের গণমাধ্যম পরিবেশ থেকে নেওয়া অভিজ্ঞতার আলোকে বিষয়টি ব্যাখ্যা এবং একই সঙ্গে এটিকে বৈশ্বিক প্রেক্ষাপটে উপস্থাপন করেন।

টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান সাইয়্যিদ শাহজাদা আল কারীম বলেন, বর্তমান বিশ্বে ভুয়া তথ্যের দ্রুত বিস্তার সামাজিক ও রাজনৈতিক বাস্তবতাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

তিনি আরও বলেন, এই বক্তৃতা শিক্ষার্থীদের ভুয়া খবরকে একটি বৈশ্বিক গণমাধ্যম সংকট হিসেবে জাপানি দৃষ্টিকোণ থেকে নিবিড়ভাবে অনুধাবন করাতে সক্ষম হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের বাস্তবতার সঙ্গে তুলনামূলক বিশ্লেষণে উদ্বুদ্ধ করেছে।

বক্তৃতার আগে সফররত অধ্যাপকরা বিভাগের শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ভবিষ্যতে যৌথ গবেষণা উদ্যোগ, একাডেমিক বিনিময় কর্মসূচি এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়।