শিরোনাম

চট্টগ্রাম (দক্ষিণ), ১৫জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার সাতকানিয়া উপজেলায় কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী।
গতকাল বুধবার রাত ২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের বারদোনা এলাকার কুতুবপাড়ায় ৭বিএম ব্রিক ফিল্ডের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, খবর পেয়ে সেনাবাহিনীর সঙ্গে প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে কৃষি জমিতে মাটি কাটা অবস্থায় দেখা যায়।তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। দুষ্কৃতকারীরা একটি স্কেভেটর রেখে পালিয়ে যায়।
পরে সেনাবাহিনীর সহায়তায় স্কেভেটর অকেজো করা হয়। কৃষি জমির মাটি কর্তন এর বিরুদ্ধে উপজেলা প্রশাসন সাতকানিয়ার অভিযান অব্যাহত থাকবে।